সন্দেহ
আমার সন্দেহ হয়, যখন শ্রী ভগবানের সঙ্গে কাল্পনিক অনৈতিক প্রেমে বিভোর females রা TV তে serious discussion করতে দেখা যায়, ওদের "serious discussion" হল একটা বাহানা মাত্র যার আসল উদ্দেশ্য কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন - "আমি কি আমার female rivals দের চেয়ে better না?" আমার সন্দেহ অমূলক হতে পারে, আমার অনুমান ভুল হতে পারে ! (মানুষ মাত্রেরই ভুল হয়, in fact যদি শ্রী ভগবান মানব রূপ ধারণ করেন, আমার মনে হয় তাঁরও human error হতেও পারে !)
Kishalay Sinha কিশলয় সিনহা [G, ভ, আ]
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.