Monday, 19 December 2016

আশ্চর্য !

মার্জ রেনি আমাকে একটু বাজিয়ে নেবার চেষ্টা করেছিল বোধহয় ৷ বলেছিল,

- একটি কথা বলব ?

- বল ৷

- আপনি বলিতেছেন যে, মৃতদের দেখিতে পাওয়া যায় ৷ তাদের সমস্ত জীবনের ঘটনাবলী পরমাত্মার বুকে চিত্রিত হইয়া আছে ৷ উহা কি দেখিতে পাওয়া যায় ?

- হ্যাঁ, যায় বইকি !

- আপনি আমার হাজব্যান্ডের কথা বলিতে পারেন ?

- চেষ্টা করে দেখতে পারি ৷ তবে সবসময় যে সব দেখা যায় তাও নয় ৷

আমি চোখ বুজে দেখবার চেষ্টা করলাম ৷ আশ্চর্য ! দেখি হাজব্যান্ডের কথা চিন্তা করতেই চার জন ব্যক্তিকে দেখা যাচ্ছে ৷ বললাম, তোমার হাজব্যান্ডের কথা চিন্তা করতেই চারজনকে দেখতে পাচ্ছি কেন ? 

- হ্যাঁ, আমি চারবার বিবাহ করিয়াছি ৷

- তুমি কার সম্পর্কে জানতে চাও ?

- মাই লাস্ট হাজব্যান্ড ৷

ভালো করে চোখ বুজে দেখি, বিরাট বপু এক সাহেব ৷ দেখতে স্টার্ডি জার্মানের মতো ৷ তলপেটে এক বিরাট ক্ষতচিহ্ন, যেন অপারেশন করা হয়েছে ৷ মার্জ রেনিকে তার হাজব্যান্ডের বর্ণনা দিয়ে বললাম, তার তলপেটে বিরাট একটা অপারেশনের দাগ দেখছি ৷ কি হয়েছিল ?

- ক্যান ইউ সী ?

- ইয়া ৷

রেনি বলল, তলপেটে ওর অ্যাবডমিনেল ক্যানসার হয়েছিল ৷ তাতেই মারা যায় ৷ আপনি দেখলেন কি করে ?

- বলেছি তো মানুষের সমস্ত জীবন পরমাত্মার বুকে ছবির মতো হয়ে আঁকা থাকে ৷

মার্জ রেনি বললেন - আশ্চর্য !

- নিগূঢ়ানন্দ, "বিজ্ঞান ও দেবদেবী" (দেবদেবীর ঐতিহাসিক, মরমিয়া ও বৈজ্ঞানিক ব্যাখ্যা), করুণা প্রকাশনী, 18 এ টেমার লেন, কলিকাতা - 9; 302 pages; মূল্য: Rs. 125.

কিশলয় সিনহা [ভ]

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.