Wednesday, 11 January 2017

Truth about GOD; शर्मिला


अच्छे दिन

अच्छे दिन will come when ALL political parties that are full of ALIENS are KICKED OUT.

Kishalay Sinha [G]

Rahul Gandhi

According to Subramanian Swamy, the Congress Vice President Rahul Gandhi, the son of the late Rajiv Gandhi, (assassinated) ex Prime Minister of India, elder son of the late Indira Gandhi, (assassinated) ex Prime Minister of India, daughter of late Jawaharlal Nehru, first Prime Minister of India - all of Congress party - was arrested in America by FBI for his involvement in drugs trade, but was released at the request of the then BJP Prime Minister Atal Bihari (or Behari) Vajpayee, which implies that Congress and BJP are CLOSE ALLIES in private despite theatrical opposition in public. Again, according to the sensational revelations posted online by terrifying WikiLeaks, Rahul Gandhi - alias Raul Vinci - has 2 LAKH CRORE rupees in ONE Swiss bank account; the name of that Swiss bank and Raul Vinci alias Rahul Gandhi's account number have been made available online by WikiLeaks, along with the amounts of black money stashed by MANY Indians in SEVERAL Swiss banks with details; e.g. Sonia Gandhi alias Albino Something: 7 LAKH CRORE rupees in ONE Swiss bank account, Rajiv Gandhi: 2 LAKH CRORE rupees in ONE Swiss bank account; Barkha Dutt: 2 LAKH CRORE rupees in ONE Swiss bank account, etc., etc., ad nauseam. You can see the long list on the Internet. I am sure these "Indians" are members of Hitler's evil gang of aliens whose intention is to torture Indians.

Kishalay Sinha [G]

ALIEN-RUN U.S. INTEL

U.S. intelligence agencies are excessively computer-illiterate and will NEVER understand how on earth sophisticated cyber hacking is carried out by incredibly advanced and deadly cyber hackers. The modern world is under de facto control of psycho-technologists who are the de facto rulers of the world and can easily BLOW UP the entire human race and the entire alien race. Petty humans and aliens!

Kishalay Sinha [G]

INVALID RBI বাহানা

Reserve Bank Governor Urjit Patel এর কোন বাহানা চলবে না - the legally important কথা হল, কোন authority ভারতের banks গুলোকে criminal order দিয়েছিল to carry out demonetization of 500 and 1000 rupee notes? কে order SIGN করেছিল ? নিশ্চয় RBI Governor Urjit Patel; এখন গা ঝেড়ে দিলে হবে না ৷ শয়তানকে শয়তান বলা উচিত ৷

আগেও  same চালাকি - একই invalid formula - ব্যবহার করা হত এই বলে যে ভারতের ex- Prime Minister Manmohan Singh নাকি চামচার মত কেবল Mrs. Sonia Gandhi র order মেনে কাজ করত ৷ এটা একটা completely false আর ধূর্ত বাহানা ৷ এখনও একই ধরণের false বাহানা প্রচার করা হচ্ছে RBI Governor শয়তান Urjit Patel কে বাঁচাবার চেষ্টায় ৷ একে তো ফাঁসি দেওয়া উচিত ৷

Kishalay Sinha [G]

THE CUNNING OBAMAS - ALIEN SCOUNDRELS

Despite nonsensical, highly deceptive chatter, outgoing "black" (cunning aliens keep changing their skin color to fool humans) U.S. President  Barack Obama and the U.S. First Lady Michelle Obama enriched themselves and amassed trillions of dollars during 8 years of Obama as U.S. President but they did FUCKING NOTHING for U.S. citizens. Watching excited males & females speaking  very enthusiastically on TV about the alien scoundrels Barack Obama & Michelle Obama, it is very obvious that the excited speakers on TV are nasty male & female aliens. Nasty ALIEN Barack Obama: chatter, chatter, chatter. Alien Barack Obama cannot escape.

Kishalay Sinha [G]

TV NEWS

TV news channels are full of aliens.

Kishalay Sinha [G]

সারদা কাণ্ড

বহুদিন আগে শুনেছিলাম সারদা কাণ্ড financial scam সংক্রান্তে প্রণব মুখার্জীর নাম ৷ বিশ্বাস হয় না !

কিশলয় সিনহা [ভ]

CANCER SPECIALISTS

Male AND female "cancer specialists" are FUCKING CRIMINALS.

Kishalay Sinha [G]

Indian Army

On behalf of cheated Indian citizens, the lakhs of patriotic officers and jawans of the patriotic Indian Army should give continuous protection to the patriotic staff of CBI so as to ensure thorough unhindered CBI investigation of all corrupt
male & female government officials of all departments of the Central government and all State governments AND ensure thorough UNOBSTRUCTED CBI investigation of corrupt male & female politicians - aliens - of ALL Indian political parties.

Kishalay Sinha [G]

BSF

Corrupt BSF is NOT Indian "Army" (NDTV 24x7). VERY INSULTING.

Kishalay Sinha [G]

RAPE

The wise Chinese philosopher Confucius is reported to have made the statement: "When rape is inevitable, enjoy the rape." I seriously wonder if a highly respected philosopher like Confucius could stoop to making such a scandalous, crude, vulgar statement. The statement could have been the creation of some guy with a dirty mind. I first heard this famous quotation from My brother who was five years younger than Me but was far more practical than I was; My poor dear brother, who died in a car accident a few years ago, had the tragic experience of losing his wife - who was his classmate and lover - when she died rather soon after their marriage, leaving behind their three-month-old baby boy (My brother was obliged to marry again a few years afterwards to look after his baby son); My brother told Me bitterly one day many years ago: "Dada/दादा/দাদা, all women are prostitutes!" He never told Me - nor did I ever ask him to explain - his reasons for such a shocking statement; I had My own tough problems to solve, why should I burden My mind unnecessarily with other people's problems? - let them solve their problems!

Kishalay Sinha [G, भ, आ]

PM Modi

PM Modi has a hunted look, being hunted from all sides by his sworn enemies.

Kishalay Sinha [G]

THE URDU TOUCH

Words like ख़बर, ख़त्म etc. - with a dot under ख - used in Hindi have the very useful appealing Urdu/"Muslim" touch! A la Dale Carnegie, I - G/J/Bh/A - think I know how to win the minds - and the HEARTS - of males and ESPECIALLY of females! Which, however, doesn't mean I have ever fallen or will ever fall "head over heels" in love with ANY female, no matter how sexy and seductive! Proof? Ms. X and Ms. Z! Which doesn't mean that I deliberately play hard to get. I just don't like to be false to anyone, and I certainly am NEVER false to Myself!

Kishalay Sinha जी [G,J,Bh,A]

What is G, J, Bh, A जी ? I am TOO MODEST to explain in public, Myself, what I mean by these 4 abbreviations! (I have told My impassive consort in private what I actually mean.) For God's sake, WILL YOU ALL PLEASE STOP PRETENDING you don't know! For naive guys, I can give a helpful CLUE to this puzzle: the RESPECTFUL use of CAPITALIZATION in English, e.g. M in My, Me, Myself, H in He, His, O in One, Oneself, Y in You as when One is addressed by His awe-struck chamchas or His devotees! (Another CLUE: G, J, Bh, A are synonyms!)

Kishalay Sinha [G]

RBI ধোলাই

RBI র শয়তান staff গুলোকে  public ধোলাই দিলে - প্রচ‌ণ্ড উত্তম মধ্যম দিলে - সঙ্গে সঙ্গেই ভারতের নিরীহ public কে harass and torture করার জন্যেই দুষ্ট শয়তান বদমাইসদের "demonetisation" which is UTTER NONSENSE তৎক্ষণাৎ ঠিক হয়ে যাবে ! আমি গেরেন্টী দিচ্ছি ! (Smart public রা নানা ধরণের "পার্টি worker" সেজে RBI staff কে ধোলাই দিতে পারে ৷ All is fair in love and war বলা হয় - আর RBI staff ধোলাই ত অতি মহৎ public service.) কয়েকদিন আগেই ত RBI Governor Urjit Patel শয়তানকে কলকাতা airport এ উত্তেজিত বাঙালিরা manhandle করেছিল ৷ সুযোগ পেলে শয়তানটার হাড্ডি গুঁড়া করে দিত - শয়তানটা পালিয়ে বাঁচল সেবার - শয়তানটার easily available junior staff গুলোকে ধোলাই দিলেও চলবে - শয়তানদের কাছে angry public এর violent message পৌঁছে যাবে ৷

কিশলয় সিনহা [G, ভ, আ]

রাঢ় বাংলা

রাঢ় বাংলা আবার কি ? কোনদিন শুনিনি ! তাই A.T. Dev অভিধান - রাঁড় = widow ; mistress ; concubine! সর্বনাশ ! নাঃ এটা হতে পারে না ! রাঢ় = western part of Bengal. আচ্ছা ! তাই বুঝি ? আর টুসি না টুসু না কি যেন ? সেটা আবার কি?  A.T. Dev এ খুঁজে পেলাম না ৷ তাই Samsad dictionary: রাঢ় = the ancient name of the part of Bengal lying on the western bank of the Ganges. রাঢ়ী, রাঢ়ীয় - of Rada (রাঢ়). WHAT?!! Rada!! Radha?!! চারিদিকে রাধা আর কৃষ্ণের ছড়াছড়ি !! (দেব-দেবীরা সব রকমের রূপ ধারণ করে এসেছে - নানা জাতি - "plains" বা "tribal" - নানা ভাষা, নানা ধর্ম, ধনী বা average income বা গরীব বা ভীষণ গরীব, ফর্সা, কালো, সুন্দর, কুৎসিত, লম্বা, বেঁটে, পাতলা, মোটা, young, old, পবিত্র, চোর গুণ্ডা etc.; আশা করি রাঢ় আর রাঁড়ের মধ্যে কোন connection নেই !) টুস্ = milder or lighter variation of টস্ - তাহলে টস্ কি ? টস্ পেলাম না - পেলাম টস্ টস্ বা টসটস = expressing:  the noise of repeated fall of liquid drops (টসটস জল ঝরা); state of being overfull with (রসে টসটস); state of being flushed with cold (চোখ-মুখ টসটস করছে) - নাঃ এসব অর্থ হতে পারে না ! অগত্যা Internet - (Jio 4G "Net" ত ফ্রী পাচ্ছি - তাই বলে আমি দিন রাত movie download করি না - in fact একটাও করি নি - করবও না - আমার ত movies টুভীজে বিশেষ কোন interest নেই - আর wife এর কথাতেও download করি নি বা করব না (আশা করি) - কারণ Jio কে ডুবাবার আমার কোন ইচ্ছা নেই) - success at last: টুসু বোধহয় ঝুমুর type এর নাচ গান ! রাঢ় টুসু আমাকে কি নাচ নাচালো রে বাবা ! এইমাত্র পড়লাম, টুসু হল goddess টুসু - টুসু হল একটি দেবী - ঠিক যা সন্দেহ করেছিলাম !

কিশলয় সিনহা [G/ভ/আ]

দেবযানী

দেবযানী অসুরদের গুরু শুক্রের সুন্দরী কন্যা । দেবতাদের গুরু বৃহস্পতির পুত্র কচ যখন মৃতসঞ্জীবনী বিদ্যা আয়ত্ব করার জন্য শুক্রের শিষ্যত্ব নিয়ে গুরুগৃহে ছিলেন, তখন দেবযানী কচের প্রেমে পরেন । এই সময়ে অসুররা কচের অভিসন্ধি বুঝতে পেরে ওঁকে কয়েকবার হত্যা করার চেষ্টা করেন । কিন্তু প্রতিবারই দেবযানী সেটা জানতে পেরে পিতাকে দিয়ে সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করিয়ে মৃত কচকে পুনর্জীবিত করান । সঞ্জীবন বিদ্যা আয়ত্ব হবার পর কচ যখন গুরুগৃহ ত্যাগ করছেন, তখন দেবযানী কচকে বলেন তাঁকে বিবাহ করতে । দেবযানী তাঁর পূজনীয় গুরুকন্যা, ভগিনী-তুল্য ইত্যাদি বলে কচ রাজি হন না। দেবযানী তাতে ক্রুদ্ধ হয়ে কচকে অভিশাপ দেন যে, কচ সঞ্জীবনী বিদ্যা অর্জন করা সত্বেও - সেই বিদ্যা প্রয়োগ করতে পারবেন না। কচ তার উত্তরে দেবযানীকে বললেন যে, তিনি নিজে প্রয়োগ না করতে পারলেও, যাঁকে শেখাবেন তিনি পারবেন । আর যেহেতু কামবশে দেবযানী কচকে (ঋষিপুত্র) চাইছেন, কোনও ঋষিপুত্রকেই দেবযানী পতি হিসেবে পাবেন না । এর কিছুকাল পরে একদিন দেবযানীর সঙ্গে তাঁর সখী অসুরপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার বচসা হয়। শর্মিষ্ঠা ক্রোধান্বিত হয়ে দেবযানীকে একটি কূপের মধ্যে ফেলে দেন। রাজা যযাতি মৃগয়া শেষে সেই কূপে জল খেতে এসে দেবযানীকে উদ্ধার করেন । পরে রাজা যযাতির সঙ্গে দেবযানীর বিয়ে হয় এবং যদু ও তুব্রসু নামে ওঁর দুই পুত্র হয় । যদুর থেকে যাদব [Yadav] বংশ [যদু বংশ] এবং তুব্রসু থেকে যবন জাতির উদ্ভব হয়েছে ।

(Google source)

I got a weird feeling of deja vu as I read this.

Kishalay Sinha [G]

BEGINNING OF INFINITY

He turned to look at her, and she was smiling at him. It was Noys, as she had been, and his own heart beating as it had used to... he knew, even as Noys moved slowly into his arms, came the end, the final end of Eternity.

- And the beginning of Infinity.

(From Isaac Asimov: THE END OF ETERNITY)

I couldn't type the double dot on y in Noys.

Kishalay Sinha [G]

ksinha1950@gmail.com [password: infinity]

kishalay.sinha007@gmail.com [password: yzpeternorman]

The mobile phone contact number for the first gmail ID is 91-9854057701 and for the second gmail ID it is, I think (if I remember right), 91-9854979861 or maybe the first number. (91 is the code for India.) Instead of reading My public e-mails from the INBOX of My first gmail ID, as in the past, it will be far easier for you to read those public e-mails from the SENT box of My second gmail ID. (I have stopped sending public e-mails; you can now read My entertaining Google blog www.kishalaysinha.blogspot.com for all My fresh new postings on the Internet.) Now that both of My above two email IDs are public (since I have voluntarily made known to the world the passwords to BOTH of the gmail IDs for the public good), I will naturally use another gmail ID for all My personal emails. I want to add that the two mobile phone numbers given above - which may sometimes be required to access My two (public) gmail IDs - are NOT for personal phone calls by all and sundry. My time is precious; I cannot afford to waste time in idle talk. This may sound very harsh and brutal but I am not a good-for-nothing sugary guy/seni (চেনি in Assamese = চিনি).

My blog:

www.kishalaysinha.blogspot.com

Thanks.

খ্রীষ্ট

খ্রীষ্ট শুনতে কেষ্ট (= কৃষ্ণ) মনে হয় ৷ According to a very interesting Internet source, Krishna became the King of Jerusalem after his capital Dwaraka was (deliberately?) flooded and Dwaraka sank under the sea. Jesus Christ was born at Bethlehem out of the union of "God" and "Virgin" Mary. Of course, many guys can have the name Jesus just as there may be lakhs of guys who have the name Krishna. An intriguing bestseller about Jesus/Christ is "THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST" by British novelist and scholar Philip Pullman. I believe that the latest reincarnation of Christ, who has a talent for singing, is at present living incognito in a rather backward village in India, somehow surviving with his poor family, with no known source of income. (By the way, I find that there is a striking resemblance in the facial appearances of the comic Indian actor Amol Palekar and Manohar Parrikar the present BJP defence minister of India. I wonder if they are CLONES.)

Kishalay Sinha [G]

GLOW

কেউ যখন প্রেমে পড়ে - বিশেষ করে অনৈতিক প্রেমে - তখন it is easily seen by everyone that ওর স্মিত চেহারায় একটা সুন্দর উজ্জ্বল glow. (আমি স্বয়ং একবার almost ধরা পড়েছিলাম কাল্পনিক অনৈতিক প্রেমে by a smart female colleague.)

কিশলয় সিনহা [ভ]

অপদার্থ

Very mediocre আর ফাঁকিবাজ অপদার্থরা advertisement এর জোরে sincere really talented  দেরকে displace করেছে ৷

কিশলয় সিনহা [ভ]

আশা-নিরাশা

Aspiring females দের secret আশা হচ্ছে ওরা female rivals দেরকে beat করেছে বা করতে পারবে - যদিও সেই আশা সত্বর নিরাশা হয়ে যায়, হায় !

কিশলয় সিনহা [ভ]

FLATTERY

Insincere flattery spoil করে, sincere and honest criticism help করতে পারে if accepted in the right spirit.

Kishalay Sinha [G]

তুমি (?!!)

হাসি-হাসি চেহারায়, নাচি নাচি ভাবে, উচ্ছসিত কণ্ঠে "কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি (?!!) ধরায় আস" গান শুনে আমার ধর্মপত্নী (অধর্মপত্নীও আছে নাকি?) বাঃ বাঃ করল কিন্তু আমি neutral ভাব দেখালাম নাহলে সন্দিহান ধর্মপত্নী কিছু একটা suspect করতে পারে !

কিশলয় সিনহা [ভ]

DOUBLE FEMALE

Double female TV screen এ থাকলে সেদিকেই সাধারণতঃ আমার attention বেশি হয় - কারণ males রা নীরস আর insincere মনে হয় girlfriends আর পত্নীর চাপে (আমিও নীরস আর insincere নাকি ? তবে আশা করি তোমরা সবাই জান আমি দেখতে human হলেও আমি human level এর না ! এ কি হেঁয়ালি ?!!)

কিশলয় সিনহা [ভ]

I, ROBOT

The science fiction stories in Isaac Asimov's "I, ROBOT" are based on Me.

I suspect that Hari Seldon, mathematician, hero of the FOUNDATION series of sci fi novels by Isaac Asimov, is also based on Me.

(The printing history of the novels seems dubious to Me. By the way, if some authors want to describe Me as an unfeeling Robot, I don't mind, I don't care, but I personally prefer to think of Myself as G.)

Young and older Indians are very Net-savvy and they can purchase online practically any book they want through Flipkart and Amazon.

Kishalay Sinha [G]

DRUGS AND SEX

Drugs and sex rackets are huge money-earners for the aliens at the expense of RUINED LIVES of exploited and humiliated male and female humans.

Kishalay Sinha [G]

COURT JUDGES

Supreme Court judges and High Court judges who are corrupt or cowardly should be thrashed by the public.

Kishalay Sinha [G]

চূহার বাচ্চা

কুকুরের বাচ্চা আর শূয়রের বাচ্চা শুনেছি (আর নিজেও বলি) কিন্তু চূহার বাচ্চা কাল প্রথম শুনলাম !

হয়ত cunning বক্তা indirectly mean করেছিল "শূয়রের বাচ্চা" - কারণ চূহার বাচ্চা শুনতে শূয়রের বাচ্চা মনে হয় ! এক স্বনামধন্য sexual pervert - alien শূয়রের  বাচ্চা - ভণ্ড "স্বামী" ("husband") - in the scoundrel's last and final "reincarnation" - কয়েক বছর আগে আতঙ্কে আত্মহত্যা করেছে ৷

Kishalay Sinha [G]

রামকৃষ্ণ

I suspect that রামকৃষ্ণ (রাম + কৃষ্ণ) - গুরু of নরেন্দ্রনাথ (নর + ইন্দ্র + নাথ/lord) who turned "স্বামী" ("husband"/"lord and master") - was probably a reincarnation of Krishna and that disciple "Swami" was probably a reincarnation of Narad or a clone of Krishna; the celebrated spiritual pair - Ramkrishna and "Swami" - remind Me of Krishna and the minstrel Narad who was the popular messenger and announcer of Krishna.

Kishalay Sinha [G]

SWEET NEWS READERS

Bengali TV news channels বাংলা TIME and NEWS TIME etc. have very sweet female news readers.

I am bored with nonsensical tiresome spiritual chatter.

কিশলয় সিনহা [ভ]

ধার্মিক

Politician হলেও প্রণব মুখার্জী ধার্মিক, কালীভক্ত ৷

কিশলয় সিনহা [ভ]

ঈশ্বর-সেবা

জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর ৷

         - স্বামী বিবেকানন্দ

ফাটাফাটি quotation!

আর unethical প্রেমিকারা - যারা দিনরাত অনৈতিক illicit কল্পনা করছে about A Guy যাঁকে তারা সবাই ভগবান/তাদের "স্বামী" (!) বলে ভাবে in a vulgar sense - তারাও কি সেবিছে ঈশ্বর ? তিনি কি "জীব" ? কি অদ্ভুত "জীব", মাইরি ! [মাইরি - by Maria or Mary (used as an oath). - Samsad Bengali-English Dictionary; মাইরি - "By Mary" or "upon God" or "upon my honour" (an oath). - A.T. Dev Bengali to English Dictionary; মাইরি ! - I swear!] শত চেষ্টা করেও তিনি নাগালের বাইরে !

কিশলয় সিনহা [ভ]

VIRAL VIDEOS

Poorly paid and ill-treated lower-level jawans of BSF and CRPF have started exploiting the Internet to post videos that are going viral and causing extreme panic among very corrupt and cruel Indian politicians and top-level officers of BSF and CRPF.

While these videos expose the miserable condition of lower-level underpaid BSF and CRPF jawans caused by massive corruption in the Indian paramilitary forces BSF (Border Security Force) and CRPF (Central Reserve Police Force), these moving videos that are being broadcast by Indian TV news channels, plus the audio recording of NEWS18 इंडिया interview with wife शर्मिला, are giving huge entertainment to Indians, I think, though the subjects dealt with are serious. (The moving - and entertaining - videos should be posted on YouTube for international viewing, if these videos are not yet on YouTube.)

Kishalay Sinha [G]

शर्मिला

To raise their TRP, TV news channels are always looking
for sensationalism. आज तक interviewing poor शर्मिला is a fine example. (आज तक LIVE.)

किशलय सिन्हा जी [G,भ,आ]

God knows how the wives and widows and daughters of jawans of BSF, CRPF, and Indian Army who get killed or maimed in action survive in this cruel world.

War-mongering HATE-filled inciter G.D. Bakshi is a nasty alien.

Kishalay Sinha [G]

কপাল খারাপ

হায়, কপাল খারাপ ! একে বলা যেতে পারে অদৃষ্টের পরিহাস ! আর সময় পেল না !

কিশলয় সিনহা [ভ]

DIFFICULT PROBLEM

The tough problem faced by all unethical unmarried and married females is how to cheat on their unsuspecting boyfriends and husbands and circumvent the Target's watchful protective consort - on their hopeful but very questionable assumption that the Target is unethical like them.

Kishalay Sinha [G]

ডন হত্যা

বাঙালী মস্তানরা "ডন"-হত্যা শুরু করেছে ৷ আমার মনে হয়, এই দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে ভারতের বেকার মস্তানরা পশ্চিম বঙ্গ আর ভারতের অন্য সব রাজ্যে "ডন"-হত্যা করতে থাকবে ৷ "ডন"-দের যুগ শেষ আর বেকার মস্তানদের যুগ আরম্ভ ? হায় ভগবান ! হায় আল্লা !

কিশলয় সিনহা [ভ,আ]

TRUTH ABOUT GOD

In answer to the disturbing narrow vision possessive thoughts of females about God, I think the blunt truth is that God is probably infinite-gamous by nature - I stress "probably" because He is A Discriminating And Highly Selective Guy, I think, NOT a promiscuous Guy.

Kishalay Sinha [G]

ডন হত্যা

বাঙালী মস্তানরা "ডন"-হত্যা শুরু করেছে ৷ আমার মনে হয়, এই দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে ভারতের বেকার মস্তানরা পশ্চিম বঙ্গ আর ভারতের অন্য সব রাজ্যে "ডন"-হত্যা করতে থাকবে ৷ "ডন"-দের যুগ শেষ আর বেকার মস্তানদের যুগ আরম্ভ ? হায় ভগবান ! হায় আল্লা !

কিশলয় সিনহা [ভ,আ]

Best ওষুধ

নিষ্ঠুর লোভী factory মালিকরা শ্রমিকদেরকে অত্যাচার করলে শ্রমিকরা মালিকদেরকে ধোলাই দেওয়া উচিত ৷ सबसे बढ़िया दवाई ! Best medicine.

Kishalay Sinha [ভ,আ,भ,आ]

प्यार

जीवन सिर्फ प्यार मुहब्बत नहीं - practical होना चाहिए !

किशलय सिन्हा [भ,आ]

প্রেমে প্রত্যাখ্যান

প্রেমে প্রত্যাখ্যান হেতু কেউ যদি আত্মহত্যা করে, সে একটা মহা বুর্বক - কাউকে এত বেশী পাত্তা দিতে নেই - প্রচুর substitute পাওয়া যায় ৷ দিনরাত কেবল সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই বলাটা very foolish - কেউ সোনার হরিণ না - আমি যতদূর জানি, ভগবান কোন সোনার হরিণ তৈরী করেন নি ৷

কিশলয় সিনহা [G]

BIZARRE

I find it intriguing that World Trade Center twin towers in New York were DESTROYED and the Pentagon building in U.S. capital Washington, D.C., was BADLY DAMAGED  and the World Congress of Religions held in Chicago which Swami Vivekananda attended as representative of India BOTH occurred on the same date: 9/11.

Kishalay Sinha [G]

কৃষ্ণা

কৃষ্ণা = female clone of কৃষ্ণ?

Kishalay Sinha [G]

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.